মেসিরা গ্রুপে পেয়েছেন আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে, ব্রাজিলের গ্রুপে কারা দেখে নিন
মেসিরা গ্রুপে পেয়েছেন আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে, ব্রাজিলের গ্রুপে কারা দেখে নিন
২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়ে গেছে আজকের ড্রয়ে। ফিফা আগেই জানিয়েছিল, ড্রয়ের পরদিন (৬ ডিসেম্বর) সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন প্রিয় পাঠক।
আর কোন গ্রুপিংয়ের পর কোন দলের খেলোয়াড়দের কী প্রতিক্রিয়া, জানতে চোখ রাখুন প্রথম আলোতে।
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’: ইতালি, ওয়েলস, বসনিয়া-হার্জেগোভিনা, নর্দার্ন আয়ারল্যান্ড
ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’: ইউক্রেন, পোল্যান্ড, আলবেনিয়া, সুইডেন
ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’: তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো, রোমানিয়া
ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’: ডেনমার্ক, চেক রিপাবলিক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্থ মেসিডোনিয়া
ফিফা প্লে-অফ ১: কঙ্গো, জ্যামাইকা, নিউ কালেডোনিয়া
ফিফা প্লে-অফ ২: ইরাক, বলিভিয়া, সুরিনাম
একই গ্রুপে পড়েছে ফ্রান্স ও নরওয়ে। বুঝতে পারছেন তো, কী হতে যাচ্ছে? বিশ্বকাপে লড়াই হবে কিলিয়ান এমবাপ্পে- আর্লিং হলান্ডের।
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া,
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া
গ্রুপ ই : জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান
গ্রুপ এইচ : স্পেন, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ কোরিয়া
গ্রুপ বি : কানাডা, সুইজারল্যান্ড
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ই : জার্মানি, ইকুয়েডর
গ্রুপ জে : আর্জেন্টিনা, অস্ট্রিয়া
গ্রুপ কে : পর্তুগাল, কলম্বিয়া
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া
জার্মানি পড়েছে ‘ই’ গ্রুপে। নেদারল্যান্ডস গ্রুপ ‘এফ’, বেলজিয়াম ‘জি’, স্পেন ‘এইচ’ আর্জেন্টিনা ‘জে’, ফ্রান্স ‘আই’, পর্তুগাল ‘কে’, ইংল্যান্ড ‘এল’ গ্রুপে।








No comments